Surprise Me!

সুপ্রিম কোর্টে ‘মহিষকাণ্ড’ || jagonews24.com

2021-06-15 0 Dailymotion

সোমবার দুপুর ১টা। সুপ্রিম কোর্টের গেট দিয়ে হঠাৎ ঢুকে পরে এক মহিষ। এদিকে-ওদিকে ছুটোছুটি। একে-ওকে ধাওয়া দিচ্ছে। নিয়ন লাইট ভাঙছে। মৎস্য ভবনের দিক থেকে সুপ্রিম কোর্টে প্রবেশ করার গেটে তখন ‘মহিষকাণ্ড’ দেখতে শত শত মানুষের ভিড়।<br /><br />কিছুক্ষণ ছুটোছুটি করার পর সুপ্রিম কোর্টের বাগানে ঘাসের মধ্যে কিছুক্ষণ সতর্কভাবে দাঁড়ায় মহিষটি। কেউ সামনে আসলেই তাকে ধাওয়া দিচ্ছিল।<br /><br />কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ, ফায়ার সার্ভিস, দক্ষিণ সিটি কর্পোরেশন আর প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা। দড়ি নিয়ে মহিষের পেছনে ছুটোছুটি করলেও বশে আনতে ব্যর্থ হন তারা।<br /><br />এরপর প্রাণিসম্পদ বিভাগের একজন চিকিৎসক দূর থেকে মহিষটিকে আলতোভাবে ধরে ইনজেকশন পুশ করেন। মুহূর্তেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পরে মহিষটি। অজ্ঞান অবস্থায় মহিষটিকে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়। তবে ঘণ্টাখানেক হলেও জ্ঞান ফিরছিল না মহিষটির। এবার উদ্বিগ্ন সবাই। তার মাথার নিচে একটি বস্তা দিয়ে বালিশের মতো ব্যবস্থা করা হয়। চোখে মুখে ঢালা হয় পানি। ঘণ্টাখানেক পর জ্ঞান ফেরে তার....

Buy Now on CodeCanyon